মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2025 (সব অক্ষর দিয়ে) আপডেট
আসসালামু আলাইকুম/আদাব, প্রিয় পাঠক আজকের পোষ্টটি তৈরি করা হয়েছে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2025 (সব অক্ষর দিয়ে) আপডেট। অনেক মা-বাবারা আছেন যারা মেয়েদের ইসলামিক নাম অর্থসহ খুজে থাকেন। তাই আপনাদের জন্য আজকে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2025 (সব অক্ষর দিয়ে) আপডেট নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো।
মেয়েদের ইসলামিক নাম অর্থসহ অনেকেই আছেন যারা ইসলামিক সুন্দর নাম খুঁজছেন। তাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই আর্টিকেল টি। আমাদের এই আর্টিকেলটিতে দেখানো হবে মেয়েদের সুন্দর ইসলামিক নাম অর্থসহ। আশা করছি আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন এবং আপনার সন্তান বা আগত মেয়ে বাচ্চার জন্য কাঙ্খিত ইসলামিক নামটি খুঁজে পাবেন।
মানুষের জীবনে নাম একটি গুরুত্বপূর্ণ বিষয় । সেই জন্য শিশুদের নাম সুন্দর এবং ইসলাম অনুযায়ী রাখা বাবা-মায়ের ও পরিবারের অভিবাকের দায়িত্ব । শিশুদের সুন্দর নাম রাখার জন্য পরামর্শ দিয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কেননা হাশরের মাঠে বান্দার নামের সঙ্গে তার বাবার নাম কেউ ডাকা হবে এজন্য নাম হওয়া চাই সুন্দর এবং অর্থবহ ।
আজকের পোস্টে আমি আপনাদের মেয়েদের ইসলামিক অর্থসহ নামের বিশাল একটা তালিকা দিলাম। আপনি আপনার বাচ্চার জন্য এখান থেকে সুন্দর সুন্দর ইসলামিক নাম বাছাই করে আপনার মেয়ে বাবুর নাম রাখতে পারবেন ।
তবে অনেকের মনেই প্রশ্ন থাকে যে কেন মেয়েদের ইসলামিক নাম রাখা উচিত। শুধুমাত্র মেয়ে সন্তানের ক্ষেত্রে নয় ছেলে সন্তানের ক্ষেত্রেও ইসলামিক নাম রাখা উচিত কারণ আমাদের প্রিয় নবী ভালো নাম রাখার পরামর্শ দিয়েছেন। হাদিস এবং আরবি অনুযায়ী সুন্দর নাম রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। নাম এমন একটা জিনিস যা ব্যক্তির পরিচয় বহন করে। নাম শুনেই বুঝা যায় যে ব্যক্তিটি কোন ধর্মের অনুসারী হতে পারে। নামের বিভিন্ন ধরনের অর্থ রয়েছে আমাদের এই আর্টিকেলে সকল অর্থসহ সুন্দর নাম দেয়া হলো।
তাহলে চলুন দেখে নেয়া যাক মেয়েদের ইসলামিক নাম অর্থসহ। আশা করছি নামগুলো আপনাদের অনেক অনেক পছন্দ হবে।
আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
অনেক অভিভাবক আছেন যারা নিজেদের নামের সাথে অথবা নিজেদের নামের অক্ষরে মিল রেখে সন্তানের নামকরণ করতে চান, তাদের কথা চিন্তা করে আজকে আমরা আ দিয়ে সেরা অনেকগুলো মেয়েদের ইসলামিক নাম আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এখান থেকে আপনারা আপনাদের সন্তানের জন্য নাম নির্বাচন করতে পারবেন। তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক –
বিভিন্ন অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ (ইংরেজি বানান)
সুন্দর সুন্দর বাছাই করা কিছু মেয়েদের ইসলামিক নাম অর্থহ নিম্নের তালিকায় দিয়ে দেওয়া হলো। সাথে ইংরেজি উচ্চারণও আছে। এই তালিকাটিতে বিভিন্ন বর্ণ/ অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক নাম পাবেন। নির্দিষ্ট কোন বর্ণ বা অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুঁজে থাকলে নিচে দেখতে পারেন। তালিকাটিতে অনেক সুন্দর, সেরা, আধুনিক মেয়েদের ইসলামিক নাম রয়েছে। নামটি দেখুন আশা করছি আপনার পছন্দ হবে।
কেন মেয়েদের ইসলামিক নাম রাখা উচিত
বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মেয়েদের ইসলামিক নাম (Meyeder Islamic Name) আপনারা পাবেন আমাদের এই ওয়েবসাইটে। আপনি যদি মেয়েদের ইসলামিক নাম খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। অর্থসহ তালিকা আকারে সকল বর্ণ দিয়ে নাম আপনারা পাবেন।
সন্তান জন্মের পর তার একটি সুন্দর নাম উত্তম। আর যদি সেই সন্তান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তাহলে তার নামটি অবশ্যই ইসলামিক নাম হওয়া আবশ্যক। কন্যা বা মেয়ে শিশু সন্তান জন্মের পর প্রত্যেক পিতা-মাতা বা অভিভবাক চায় তার মেয়ে বা কন্যা সন্তানের নামটি ইউনিক, সুন্দর, আনকমন বা আধুনিক রাখতে এবং এর পাশাপাশি নামটি যেমন ইসলামিক হয়।
আমাদের এই আর্টিকেলটিতে এমনি সকল সুন্দর সুন্দর মেয়েদের ইসলামিক নাম অর্থসহ পেয়ে যাবেন এবং সাথে ইংরেজি উচ্চারণ তো থাকছেই। অনেকগুলো সুন্দর সুন্দর নাম পাবেন এসকল নামের মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দের একটি নাম।
শুধুমাত্র মেয়ে সন্তানের নয় ছেলে সন্তানেরও ইসলামিক নাম রাখা উচিত এবং এটি সকল পিতা-মাতা বা অভিভাবকের কর্তব্য। আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কারো ভাল নাম শুনে আশাবাদী হতেন। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসুল (সাঃ) শিশুদের সুন্দর নাম রাখার নির্দেশ দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কুরআনের আয়াত ও হাদিস নিম্নরূপ –
হে জাকারিয়া, আমি (আল্লাহ) তোমাকে একপুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এই নামে এর আগে আমি কারও নামকরণ করিনি।
সূরা মারিয়াম, আয়াতঃ ৭ (দ্বিতীয় পর্ব)
কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো।
(আবু দাউদ)
একটি নাম শুনের বোঝা যায় যে সেই ব্যক্তি কোন ধর্মের অনুসারী হতে পারে। এই দিক দিয়েও একটি সুন্দর মেয়েদের ইসলামিক নাম রাখলে নামটি শুনে বোঝা যাবে সে কোন মুসলিম পরিবারের সন্তান।
যেভাবে সুন্দর একটি মেয়েদের ইসলামিক নাম বেছে নিবেন
সুন্দর একটি মেয়দের ইসলামিক নাম বাছাই করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরামর্শ করতে হবে। কেননা পরামর্শের মাধ্যমেই উত্তম সুন্দর একটি মেয়েদের ইসলামিক নাম বেছে নেওয়া সম্ভব। আপনি যদি সন্তানের পিতা বা মাতা হন তাহলে পরামর্শের জন্য আপনার কোন বড় সন্তানের (যদি থাকে) বা সন্তানের নানা-নানি, দাদা-দাদি, মামা-মামি, চাচা-চাচি, খালা-খালু, পাড়া-প্রতিবেশী বা অন্যান্য অত্মীয় স্বজনের সহযোগিতা পারেন।
বিশাল এই নামের তালিকার মধ্যে সুন্দর একটি নাম বেছে নেওয়া জন্য আপনি আরো কিছু কাজ অবলম্বন করতে পারে।
প্রথমে, কোন অক্ষয় দিয়ে আপনার কন্যা বা মেয়ে শিশু সন্তানের ইসলামিক নাম রাখবেন তা নির্বাচন করুন। অনেকেই আছেন যারা পিতার নামের প্রথম অক্ষরের সাথে মিল রেখে কন্যা বা মেয়ে সন্তানের নাম রাখতে চায়। যদি আপনি কোন নির্দিষ্ট বর্ণ বা অক্ষর দিয়ে নাম রাখতে চান সেটি শুরুতেই নির্বাচন করে নিন।
এরপর সেই বর্ণ দিয়ে শুরু হওয়া সকলকে কিছু (এক বা একাধিক) মেয়েদের ইসলামিক নাম নির্বাচন করতে বলুন। সুন্দর নাম নির্বাচনের ক্ষেত্রে উচ্চারণের পাশাপাশি নামের অর্থের দিকে নজর দিন।
সকলের পছন্দ করা নাম একটি কাগজে নোট করুন। এরপর কোন নামটি সবচেয়ে বেশি সুন্দর সেই পক্ষে সকলের একটি ভোট নিন। এভাবে আপনাদের সকলের পছন্দের ভিত্তিতে একটি সুন্দর মেয়েদের ইসলামিক নাম নির্বাচন করুন।
এছাড়া আপনারা সকল নামগুলো থেকে প্রত্যকবার একটি করে নাম বাদ দিন। যেমনঃ তালিকায় যদি ৫ টি নাম থাকে তাহলে প্রথমে সকলের মত নিয়ে ১ একটি নাম বাদ দিব এভাবে অব্যহত রাখুন এবং সর্বশেষ নামটি আপনার মেয়ের নাম নির্বাচন করুন।
আরো একটি উপায় আছে তা হলো সকল নাম আলাদা আলাদা চিরকুটে লিখে সেখান থেকে যে নামটি উঠবে সেটিকে আপনার মেয়ের নাম হিসাবে নির্বাচন করুন।
এরকম আরো অনেক উপায় অবলম্বন করে সেরা একটি মেয়েদের ইসলামিক নাম নির্বাচন করতে পারেন। পরিবারের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সুন্দর একটি ইসলামিক নাম নির্বাচন করা উত্তম হবে। এতে করে সকল পরিবারের সকল সদস্য অনেক খুশি থাকবে।
র দিয়ে মেয়েদের ইসলামিক নাম
একজন সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশু দুনিয়াতে আসা যেমন অভিভাবকের জন্য আনন্দের। ঠিক তেমনি প্রিয় সন্তানের সুন্দর সাবলিক ইসলামিক নাম রাখাটাও আনন্দের বিষয়। সুন্দর নাম রাখার বিষয়ে স্বয়ং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো।
( আবু দাউদ)
আপনারা যদি র দিয়ে মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে আপনাদের কোন চিন্তা করতে হবে না। কারন আমরা আপনাদের জন্য আপনাদের পছন্দের অক্ষর র দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা আপনাদের সামনে তুলে ধরবো। এখান থেকে যে কোন একটি নাম নিয়ে আপনি আপনার সন্তানের নাম নির্ধারণ করতে পারবেন। তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক –
র দিয়ে মেয়েদের ইসলামিক নাম ইংরেজি বানান সহ
র দিয়ে মেয়েদের ইসলামিক নাম
র দিয়ে মুসলিম মেয়েদের নাম
র দিয়ে মেয়েদের আধুনিক নাম অর্থসহ দেওয়া হল:
র দিয়ে মেয়েদের সুন্দর নাম অর্থসহ
র দিয়ে মেয়েদের সুন্দর নাম অর্থসহ নিচে দেওয়া হলোঃ
সৌদি মেয়েদের ইসলামিক নাম
অনেকে আছেন যারা সৌদি মেয়েদের ইসলামিক নাম পছন্দ করেন। নিচে সৌদি মেয়েদের ইসলামিক নাম দেওয়া হলোঃ
১)দিলওয়ারা – সাহসিকতা
২)মালিহা – রূপসী
৩)জাদিদাহ – নতুন
৪)রাদিআহ – সন্তুষ্টি
৫)মাসুমা – নিষ্পাপ
৬)আকলিমা – দেশ
৭)ফাখেরা – মর্যাদাবান
৮)রাবাব – শুভ্র মেঘ
৯)আনজুম – তারা।
১০)হালিমা – ধৈর্য্যশীলা
১১)সামিয়া – রোজাদার
১২)সুরাইয়া – সপ্তর্ষি মন্ডল
১৩)তুবা – সুসংবাদ
১৪)নুসাইবা – ভাগ্যবাতী
১৫)ফাইরু – সমূদ্ধিশীলা
১৬)আনিফা – রূপসী
১৭)নাদিরা – বিরল
১৮)নাজিয়া – মুক্ত
১৯)মুশতারী – বৃহস্পতি গ্রহ
২০)নায়েলা – অর্জনকারিনী
২১)জমিমা – ভাগ্য
২২)আকিলা – বুদ্ধিমসিত
২৩)আয়িশা – জীবন যাপন কারিণী
২৪)তাসনিয়া – প্রশংসা
২৫)পারভীন – দিপ্তিময়তারা
২৬)সুফিয়া – আধ্যাতিœক সাধনাকারী
২৭)সীমা। – কপাল
২৮)সামীহা – দানশীল
২৯)লুবাবা – খাঁটি
৩০)জাবিরা – রাজি হওয়া
৩১)নাজিবা – সম্মানিতা
৩২)মাহফুজা – নিরাপদ
৩৩)যাহরা – রূপবতী ফুল
৩৪)রোশনী – আলো
৩৫)সুমাইয়্যা – আলামত
৩৬)রাবিয়াহ – বাগান
৩৭)সায়িমা – রোজাদার
৩৮)মুমতাজ – মনোনীত
৩৯)হুমায়রা – রূপসী
৪০)উম্মে মাবাদ – মাবাদের মা
৪১)সুআদ – সৌভাগ্যবতী
৪২)আসমা – অতুলনীয়
৪৩)রুমালী – কবুতর
৪৪)রুম্মন – ডালিম
৪৫)সাহেবী – বান্ধবী
৪৬)রাকিকা – কোমলবতী
৪৭)আতিকা – সুগন্ধিনী
৪৮)মায়মুনা – ভাগ্যবতী
৪৯)রাইসা – রানী
৫০)তাবাসসুম – মুচকী হাসি
৫১)আকিলাহ – বুদ্ধিমতী
৫২)লুবনা – বৃক্ষ
৫৩)ফাহমিদা – বুদ্ধিমতী
৫৪)ওয়াসীমা – সুন্দর
৫৫)তাসফিয়াহ – বিশুদ্ধকারিনী
৫৬)ফিরোজা – উজ্জ্বল, দ্বীপ্তি
৫৭)সুবাহ – প্রভাত
৫৮)লবীবা – জ্ঞানী
৫৯)লামিসা – নিরাপদ
৬০)শিরিন – আনন্দকর
৬১)আছিয়া – স্তম্ভ
৬২)তানহা – একা
৬৩)আনিসা – বন্ধু সুলভ
৬৪)আমিনাহ – বিশ্বাসী
৬৫)হেনা – মেহেদি
৬৬)মুসাররাত – আনন্দ
৬৭)তামান্না – ইচ্ছা/ আখাংকা
৬৮)খাওলা – সুন্দরী
৬৯)নাহলা – পানি
৭০)সালওয়া – সততা
৭১)ফারহাত – আনন্দ
৭২)রাফিয়া – উন্নত
৭৩)ইয়াসমীন – জেসমিন ফুল
৭৪)লাবীবা – জ্ঞানী
৭৫)আনোয়ারা – জ্যোতিকাল
৭৬)নীলুফার – পদ্ম
৭৭)আয়েশা – সমৃদ্ধিশালী
৭৮)হামিদা – প্রশংসাকারিনী
৭৯)আনিসা – কুমারী
৮০)মাজেদা – মহতি
৮১)রহিমা – দয়ালু
৮২)শাহনাজ – রাজগর্ব
৮৩)সীমা – কপাল
৮৪)নাজীবা – ভদ্র গোত্রের
৮৫)মাসুদা – সৌভাগ্যবতী
৮৬)সায়ীদা – পূণ্যবতী
৮৭)শাবানা – রাত্রিমধ্যে
৮৯)হুযাফা – সামান্য বস্তু
৯০)ফারযানা – কৌশলী
৯১)রাহিলা – পাত্রী
৯২)আসিয়া – সমবেদনা প্রকাশ কারিনী
৯৩)নুঝহাত – প্রফুল্ল
৯৪)রামলা – বালিময় ভূমি
৯৫)তাফাননুম – আনন্দ
৯৬)নুদার – স্বর্ণ
৯৭)আরমানী – আশাবাদী
৯৮)হাসিনা – সুন্দরী
৯৯)মাসরুরা – আনন্দিতা
১০০)তাহমিনা – মূল্যবান
১০১)রামিসা – নিরাপদ
১০২)রেযাহ – পরমানু
১০৩)লায়লা – শ্যামলা
১০৪)খালিদা – অমর
১০৫)সালীমা – সুস্থ
১০৬)রীমা – সাদা হরিণ
১০৭)নাফিসা – মূল্যবান
১০৮)তাহিয়া- প্রিয়তমা
১০৯)সুখী – ফারিহা
১১০)শার্মিলা – লজ্জাবতী
১১১)জামিলা – সুন্দরী
১১২)আযরা – কুমারী
১১৩)নাবিলা – ভদ্র
১১৪)উমায়ের – দীর্ঘায়ু বৃক্ষ
১১৫)ঈশাত – বসবাস
১১৬)আকিলা – বুদ্ধিমসিত
১১৭)নাজীফা – পবিত্র
১১৮)সুরাইয়া – বিশেষ একটি নক্ষত্র
১১৯)বুশরা – শুভ নিদর্শন
১২০)শুহরাহ – বিশ্ববিখ্যাত
১২১)তাসলিমা – সমর্পণ
১২২)রাইহানা – সুগন্ধি তরু
১২৩)শারীকা – উজ্জল
১২৪)সান্না – পদ্ধতি তৈরি করা
১২৫) আফরা – ফর্সা
১২৬)ফারহানা – প্রান চঞ্চল
১২৭)শায়িরা – বুদ্ধিমতী
১২৮)যেবা – যথার্থ
১২৯)ফারিআ – লম্বাদেহী
১৩০)শামীমা – খুশবু
১৩১)মাশকুরা – কৃতজ্ঞতাপ্রাপ্ত
১৩২)নাইমা – সুখী জীবনযাপনকারিনী
১৩৩)নার্গিস – ফুলের নাম
১৩৪)রওশা – সৌন্দর্য
১৩৫)হাসনা – সুন্দরী
১৩৬)ফাহিমা – বুদ্ধিমত্তা
১৩৭)সাহেবী – বান্ধবী
১৩৮)উমামা – তিনশত উট
১৩৯)সাদিয়া – সৌভাগ্যবতী
১৪০)আরজু – আকাঙ্খা
১৪১)সাজেদা – ধার্মিক
১৪২)যারীন – সোনালী
১৪৩)সাফিয়া – সুস্থ
১৪৪)আনতারা – বীরাঈনা
১৪৫)আফিফা – সাধ্বী
১৪৬)শাকিলা – রূপবর্তী
১৪৭)দীনা – বিশ্বাসী
১৪৮)লুবাবা – খাঁটি
১৪৯)বিলকিস – রানী
১৫০)হাবীবা – প্রিয়া
১৫১)আলিয়া – উচ্চমর্যাদা সম্পন্না
১৫২)তাবিয়া – অনুগতা
১৫৩)তাযকিয়া – পবিত্রতা
১৫৪)ফারাহ – আনন্দ
১৫৫)মুরশীদা – পথ প্রদর্শিকা
১৫৬)জাহান – পৃথিবী
১৫৭)নাসেহা – উপদেশকারিনী
১৫৮)আফিয়া – পূণ্যবর্তী
১৫৯)আজীজাহ – সম্মানিতা
১৬০)মুয়াজ্জমা – মহতী
১৬১)আনিসা – ভাল মনের অধিকারিনী
১৬২)দীবা – সোনালী
১৬৩)জালসান – বাগান
১৬৪)দুর্রা – বড় মতি
১৬৫)আশরাফী – সোনার মুদ্রা
১৬৬)শাহানা – রাজকুমারী
১৬৭)তাহিরা – সতী
১৬৮)শাফিয়া – মধ্যস্থতাকারিণী
১৬৯)সাইদা – নদী
১৭০)রুফাইদা – সামান্য দান
১৭১)আরওয়া – কোমল ও হালকা
১৭২)আনিকা – রূপসী
১৭৩)ফারিহা – সুখী
১৭৪)গালিবা – বিজয়ীনি
১৭৫)আসিয়া – শান্তি স্থাপনকারী
১৭৬)ওয়াজিহা – সুন্দরী
১৭৭)মুসাররাত – আনন্দ
১৭৮)ফরিদা – অনুপমা
১৭৯)জেবা – যথার্থ
১৮০)মাহবুবা – প্রেমপাত্রী
১৮১)সায়ীয়া – সৌভাগ্যবতী
১৮২)নুসরাত – সাহায্য
১৮৩)শায়িরা – কবি
১৮৪)মামদূহা – প্রশংসিতা
১৮৫)মুনীরা – প্রজ্জ্বলিতা
১৮৬)মাহমুদা – প্রশংসিত
১৮৭)লুবাবা – সর্বোত্তম
১৮৮)আতেরা – সুগন্ধী
১৮৯)রাওনাফ – সৌন্দর্য
১৯০)শেফা – আরোগ্য
১৯১)আরিফা – প্রবল বাতাস
১৯২)আয়মন – শুভ
১৯৩)আমেনা – প্রশান্ত আত্মা
১৯৪)তাহেরা – পবিত্র
১৯৫)ফারজানা – বিদুষী
১৯৬)ওয়ামিয়া – বৃষ্টি
১৯৭)রাশীদা – বিদূষী
১৯৮)মাসুমা – নিষ্পাপ
১৯৯)আমিনা – বিশ্বাসী
২০০)কারিমা – উচ্চবংশী
২০১)তানজীম – সুবিন্যাস্ত
২০২)রায়হানা – সুগন্ধী ফুল
২০৩)রীমা – সাদা হরিণ
২০৪)হোমায়রা – রূপসী
২০৫)মুবাশশিরা- সুসংবাদ বহনকারিনী
২০৬) উম্মে আইমান- আইমানের মা
২০৭)নিশাত – আনন্দ
২০৮)নাদিরা – বিরল
২০৯)হাফিজাহ – ভাল স্বরণশক্তি
২১০)আইদাহ – সাক্ষাৎকারিনী
২১১)সালমা – নিরাপদ
২১২)সাবিহা – রূপসী
২১৩)যীনাত – সৌন্দর্য
২১৪)তাসনি – বেহশ্তী ঝর্ণা
২১৫)যাকীয়াহ – বিশুদ্ধ
২১৬)ওয়াজিহা – সুন্দরী
২১৭)যুন্নার – তাবিজ
২১৮)সালমা – প্রশান্ত
২১৯)কানিজ – অনুগতা
২২০)নিবাল – তীর
২২১)তাহসীন – সুন্দর
২২২)রওশান – উজ্জ্বল
২২৩)সাকেরা – কৃতজ্ঞ
২২৪)হোমায়রা – রূপসী
২২৫)নিরাল – আনন্দ
২২৬)জাদওয়াহ – উপহার
২২৭)উল্লসিতা – আনন্দিত, হর্ষ, আশায় পূর্ণ
২২৮)উল্লাসিতা – মত্ত, খুশী, সুখ
২২৯)উশসী – ভোর বা সকাল
২৩০)উশিকা – দেবী পার্বতীর একটি নাম
২৩১)কালিমা – কথোপকথন কারিনী
২৩২)কালিমা মুশতারী – কথোপকথন কারি বৃহস্পতি গ্রহ
২৩৪)কালিমাতুনমুন্নিসা – কথোপকথন কারি রমণী
২৩৫)কালিলা – সব সবচেয়ে প্রিয় একজন
২৩৬)কাসি মাতুত তায়্যবিাহ – পবিত্র চেহারা
২৩৭)উশী – ইচ্ছা, মনস্কামনা
২৩৮)উষতা = রশ্মি, সবসময় সুখ
ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম
মুর্শিদা= পথপ্রদর্শিকা =Murshida
মানসুরা =সাহায্যকারী = Manshura
মালিহা =সুন্দরী = Maliha
মান্দ্বালা =সুগন্ধি যুক্ত গাছ =mandala
মাদেহা= প্রশংসা =madeha
মারিয়া =শুভ্র =maria
মুবারাকা =কল্যাণীয় =munaraka
মুনিয়া= শুভেচ্ছা =muniya
মাহবুবা= প্রেমিকা=Mehbooba
মাহফুজা= নিরাপদ সুন্দরী= mahfuza
জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
জমিমা =ভাগ্য =jomima
জাহান =পৃথিবী =jahan
জাবিরা= রাজি হওয়া= jabira
যাদিদাহ= নতুন= jadidah
জুলফা= বাগান =julfa
জেবা =যথার্থ= jeba
জাহান =পৃথিবী =jahan
জুহি =ফুল বিশেষ =juhi
জাজিবা =আকর্ষণীয়= jajiba
যাসীমা= মোটা=jashima
জামিলা =সুন্দরী =jamila
জান্নাত =বেহেস্ত= jannat
জুমানা =মুক্তা =zumana
জিন্নাত =পাগলামি= zinnat
জাহানারা =হালের ব্রান্ড দল= jahanara
জারিয়াহ্= বালিকা= zarihah
ত দিয়ে মেয়েদের ইসলামিক নাম
তবিয়া =প্রকৃতি =Tobia
তাহেরা= পবিত্র =Tahera
তাবাসসুম =মুচকি হাসি =Tabassum
তাসকিনা =সান্তনা =Taskina
তহুরা =পবিত্র =Tohura
তানিয়া= প্রিন্সেস =Tania
তানজিলা =বেটিয়েড =Tanjila
তাসমিয়া= নামকরণ =Tasmia
তাহসিন =সুন্দর =Tahoshin
তাহমিনা =বিরত থাকা =Tahmina
তাহজিব =সভ্যতা =Tahjib
তাবিদা =কমপ্লেক্স =Tabida
তাহিহা= অভিবাদন =Tahiha
তানভীর =আলোর রশ্নি =Tanvir
তারবা= সুখ =Tarba
তোহফা =উপহার =Tohofa
তাসফিয়া=পবিত্রতা=Taspi
ন দিয়ে মেয়েদের ইসলামিক নাম
নুসরাত =সাহায্য= Nusrat
নাফিসা =মূল্যবান= Nafisa
নাজমা= দামি= Najma
নাজিফা= প্রবিত্র= Nazifa
নাহিদা =উন্নত =nahida
নাদিরা= বিরল =Nadira
নাওয়ার= সাদা ফুল =naoyar
নাবিলা= ভদ্র=nabela
নাসরিন= সাহায্যকারী=Nasrin
নিশাত =আনন্দ= nishat
নাইমা= সুখ=Naima
নার্গিস =ফুলের নাম= Nargis
ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ইজা =অভিবাদন=Ija
ইলিজা =বহুমূল্য=Elija
ইসানা= সমৃদ্ধশালী=Ishana
ইয়ামিনা =সৌভাগ্য,= Iyamina
ঈবশার =সুসংবাদ প্রাপ্ত হওয়া= Ibshar
ইয়াসমিন জারিন= জেসমিন ফুল= Yasmeen jarin
ঈফাত = উত্তম =Efat
ইফফাত ফাওমিদা =সতি বুদ্ধিমতী= Iffat fahmida
উ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
উষানা =ইচ্ছুক= Ushana
উনজা =একমাত্র= Unja
উসোয়া= প্রেম= usoya
উলা= সমুদ্রের রত্ন= ula
উশী=ইচ্ছা= ushi
ঊষা=ভোর=Usha
উর্মি=ঢেউ=Urmi
উদিতা=সূর্যোদয়= Udita
উজমা=সবথেকে মহান=Ujma
উর্ভি=রাজকুমারী= Rajkumari
উন্নয়া=রাত=Unnoya
উদ্যতি=ক্ষমতা=Udyt
এ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
এশা =সমৃদ্ধ জীবন=Esha
এলিনা =উন্নত চরিত্রের নারী=Alina
এরিনা=কর্মক্ষেত্র=arina
একতা=মিলন=Ekota
এনা= প্রদীপ্ত =Ena
এতাশা =যাকেপ্রত্যাশা করা হয়েছে=Etasha
এধা =জীবন =Edha
এলীলি= সুন্দর=Elilie
এলসা =বরফ= Elsha
এরা =আবেগ= Era
এহসানা=দানশালিনী=Ehoshana
ঐশী =ঐশরিক ক্ষমতা সম্পন্ন= oishi
ঐশনয়া= সুন্দর জীবন= oishonoya
ঐশীতা =নদী = Oishita
ঐইরা= সিদ্ধান্ত নেওয়া= oira
ও দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ওমরি =লাল =Omri
ওসমানী =ঈশ্বরের দাস =Osmani
ওদেলা= ধনী = Odela
ওডেট =ঐশ্বর্যশালী =Odet
ওফিরা =সোনা=Ofira
ঔলা =প্রথম = Oiula
ঔস্নিকা= রানী=oishnika
ক, খ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
কায়েশা =রাজকুমারী=kayesha
কারিমা =দান করা =Karima
কাজিম=সুন্দর=Kazim
কানিজ =দাস=kaneez
কিয়ারা =স্পষ্ট =Kiyara
কোহিনুর =বিখ্যাত হীরা =kohinur
কায়েদা =নেত্রী =Kayeda
কোরিনা =উন্নত =korina
কাদিরা= সক্ষম মহিলা =kadira
কামরুন =ভাগ্য=kamrun
কালিমা =কথোপকথন =Kalima
কুদরত =ক্ষমতা =Kudrot
কিভা =পদ্ম=Kiva
খাইরা =মঙ্গল= Khaira
খাইরিয়া= মঙ্গলময়ী =Khayaria
খাতেরা =চিন্তা=Khatera
খানসা =নীল গাই= Khansha
খাইরুন নাহার= দিনের শ্রেষ্ঠা= Khayarun Nahar
খালিকা= চরিত্র=Khalika
খালিলা =অন্তরঙ্গ বন্ধু=Khalil
গ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
গালিয়া =মূল্যবান =Galiya
গানিয়া= হরিণ ছানা =ganiya
গাফারা= মাথার ওড়না= Gafara
গাউসিয়া= সাহায্য প্রার্থনা =Gausia
গালিহা= মহার্ঘ =Galiah
গালিহা =সাহাবীয়ার নাম=Ganiah
গাইছা= সাহায্য=Gaisah
গুরবাহ= দরিদ্রতা= Gurbah
গরিফা= ঘন বাগান Garifa
গালিব= বিজয়ী= Galib
গফিফাহ= সবুজ বর্ণের ঘাস=Gafifah
চ , ছ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
চাঁদনী= চাঁদের আলো=chadni
চন্দা =চাঁদের মতো সুন্দর=chondra
চম্পা =একটি ফুলের নাম =chompa
চাদিয়া =করুনাময়= chadia
চাকিরা= চৌকোর কৃতজ্ঞ= chakira
চামিস =সূর্য=Chamis
চাহরা =কুখ্যাতি= chahra
চসিন= মিষ্টি =chasheen
চাঁদ বিবি =চাঁদের মত নারী=chadbibi
চাসনি= মিষ্টি জিনিস= chashni
ছফিয়া =সুখী =chofia
ছবিহা =প্রভাব =chobiha
ছোবুরা= সহনশীল= chobura
ছয়না =রক্ষণকারিণী =choina
ছাকিফা= সভ্য= chakifha
ছাফিয়া =খাঁটি =chafiya
ছাবিতা =দৃঢ়= chabita
ছাফা= পবিত্রতা = chaf
জ, ঝ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
জমিমা =ভাগ্য =jomima
জাহান =পৃথিবী =jahan
জাবিরা= রাজি হওয়া= jabira
যাদিদাহ= নতুন= jadidah
জুলফা= বাগান =julfa
জেবা =যথার্থ= jeba
জাহান =পৃথিবী =jahan
জুহি =ফুল বিশেষ =juhi
জাজিবা =আকর্ষণীয়= jajiba
যাসীমা= মোটা=jashima
জামিলা =সুন্দরী =jamila
জান্নাত =বেহেস্ত= jannat
জুমানা =মুক্তা =zumana
জিন্নাত =পাগলামি= zinnat
জাহানারা =হালের ব্রান্ড দল= jahanara
জারিয়াহ্= বালিকা= zarihah
ঝুমা =ভুমি =jhuma
ঝুমকো লতা =একটি ফুলের নাম= jhumko lota
ঝুমি =পৃথিবী= jhumi
ঝিমলি=ঝিমঝিম বৃষ্টি=jhimli
ঝুমঝুমি= বাচ্চাদের খেলনা= jhumjhumi
ঝিলিক =বিদ্যুৎ =jhilik
ঝিলমিল =কমপিত জ্যোতি প্রকাশ =jhilmi
টিসি =আলো =tishi
টিনা =ছোট= Tina
টানিকা =অপ্সরা= Tanika
ট্যাগন =সুন্দর= Tegon
আমাদের এই আর্টিকেলটিতে আমরা সকল শব্দ দিয়েই মেয়েদের ইসলামিক নামের একটি তালিকা দেওয়ার চেষ্টা করেছি। আর্টিকেলে থাকা যেকোনো নামের মধ্যে থেকে আপনার বাচ্চার জন্য সুন্দর এবং ইসলামিক নামটি বেছে নিন। মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে বেশ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন করে থাকে মানুষ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার ও চেষ্টা করছি।
কেন মেয়েদের ইসলামিক নাম রাখতে হয়?
অনেকেরই প্রশ্ন থাকে কেন ইসলামিক নাম রাখবো। এক্ষেত্রে বলতে পারি শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদেরও ইসলাম পরিবারে জন্ম নিলে ইসলামিক নাম রাখা উচিত কারণ হাদিসে বর্ণিত রয়েছে যে সন্তানকে ইসলামিক নাম রাখলে সন্তানের মঙ্গল হয়। এবং স্পষ্ট নির্দেশনাও দেয়া হয়েছে এ ব্যাপারে।
সন্তানের নামকরণ কবে করতে হয়?
সন্তান জন্মগ্রহণ করার পরেই আমাদের প্রত্যেকের চিন্তা থাকে সন্তানের কি নাম রাখা যায়। তবে নির্দিষ্ট একটি দিনে সন্তানের নাম রাখা উত্তম বলে মানা হয়। সাধারণত সন্তান জন্ম নেওয়ার সপ্তম দিনে সন্তানের নাম রাখা অর্থাৎ আকিকা করা সুন্নত বলে জানানো হয়েছে। তবে কেউ যদি কোন কারণবশত সপ্তম দিনে আকিকার করতে না পারে তাহলে সে তার সুবিধামতো যে কোন দিনে তার বাচ্চাকে আকিকা করতে পারে।
শেষ কথাঃ মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2025 (সব অক্ষর দিয়ে) আপডেট
আমাদের এই ওয়েবসাইটে আমরা প্রকাশ করেছি সকল অক্ষর দিয়ে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ইসলামিক নাম। আশা রাখছি যে সকল নাম আমরা প্রকাশ করেছি সেই সকল নামের মধ্যে আপনার শিশুর জন্য কাঙ্ক্ষিত নামটি আপনি অবশ্যই খুঁজে পাবেন। আপনার নবজাতকের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ওয়েবসাইটে আরো অনেক ইসলামিক বিষয়ে লেখা রয়েছে আপনি চাইলে ঘুরে আসতে পারেন। এবং আমাদের এই ওয়েবসাইটটি নিয়ে আপনার সুন্দর মতামত প্রকাশ করতে পারেন। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং নিত্য নতুন তথ্য পেতে চোখ রাখুন কৃষ্ণ কম্পিউটার পেজে।
কৃষ্ণ কম্পিউটারস’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url